Vision

লক্ষ্যঃ স্কুল, কলেজ, মাদ্রাসা, বি.এম, ভোকেশনাল, পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের প্রভাষক, ইন্সট্রাকটর, সহকারী শিক্ষক, ডেমোন্সট্রেটর সহ সরকারি, বেসরকারী, প্রাইভেট, এনজিও, আর্মি, বিডিআর, ব্যাংক-বীমা ও দেশী-বিদেশী সব ধরনের চাকুরীতেবেসিক ট্রেড কোর্সের সার্টিফিকেট আবশ্যক।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১০টি শ্লোগান

  1. কারিগরি প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন।
  2. অফিস আদালতে চাকরি চাও? বেসিক ট্রেডে প্রশিক্ষণ নাও।
  3. দেশে আনতে শুভ দিন, কারিগরি প্রশিক্ষণ নিন।
  4. দেশে বাড়াও কারিগরির হাত, ঘুচে যাবে সকল অভাব।
  5. ক্ষুধায় অন্ন অধিক ব্রেড, প্রশিক্ষণ নাও বেসিক ট্রেড।
  6. বেসিক ট্রেডে প্রশিক্ষণ নিলে, রুটি রুজি তাতেই মিলে।
  7. প্রশিক্ষণ নিয়ে দক্ষ হও, কাজের জন্য বেড়িয়ে যাও।
  8. স্বল্প সময়ে প্রশিক্ষণ নিন, জাতির ভাগ্য বদলে দিন।
  9. আপনি কি বিদেশে যেতে চান? কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ হয়ে যান।
  10. No East, no West, Basic Trade is the best

দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মান প্রণয়ন, মূল্যায়ন এবং নিয়ন্ত্রণের সার্বিক দায়ি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর ন্যস্ত।

—– চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড