পরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি

পরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি

জনাব মু. মিজানুর রহমান ফাহীম কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ এম.এ শেষ করার পর নট্রামস থেকে সার্টিফিকেট-ইন-কম্পিউটার অফিস এপ্লিকেশন ও বগুড়া বি.আই.আই.টি থেকে ডিপ্লোমা-ইন-কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন। তিনি আটলান্টিক শিপিং বিডি লিমিটেড এ প্রোগ্রাম এনালাইজার হিসাবে কাজ করেন। পরে চাঁদপুর আল-আমিন একাডেমী ও চাঁদপুর সরকারি মহিলা কলেজে কম্পিউটার শিক্ষা বিষয়ে প্রভাষক পদে দীর্ঘ দিন পার্ট টাইম শিক্ষকতা করেন। NAEM, BIAM, HSTTI, AIUB, NIIT, APTEC & Teachers Training Collage, ঢাকা থেকে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৭ সালে পবিত্র হজ্জব্রত পালন করেন। তিনি কচুয়া নূরুল আজাদ কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(ICT) বিষয়ে সহকারি অধ্যাপক পদে অধ্যাপনা করছেন। এইচ.এস.টি.টি.আই, কুমিল্লায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(ICT) বিষয়ের ভিজিটিং ইনস্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষক, নিরীক্ষক দায়িত্ব পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেসিপ মাস্টার ট্রেইনার, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেটরের দায়িত্ব পালন করছেন।