প্রিয় দেশবাসী,
মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন আধুনিক বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাদান পদ্ধতির আধুনিকীকরণ। দিন বদলের অংগীকার নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে যাত্রা তার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা।
দিন বদলের অঙ্গীকার পূরণ এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রধান উপায় দক্ষ জনশক্তি তৈরি করা। শিক্ষা ব্যক্তির সার্বজনীন গুণাবলির বিকাশ ও মানবসম্পদ উন্নয়নের নিয়ামক। তাই জাতীয় উন্নয়নের মূল শক্তি শিক্ষা ও কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে প্রত্যাশা করা যায় যে, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটবে। প্রশিক্ষিত লোকবল ‘রুপকল্প ২০২১’ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অর্থনৈতিক উন্নয়নের ধারায় দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষন সম্প্রসারণ অপরিহার্য। দেশে ও বিদেশে শ্রম বাজারে কর্মসংস্থান উপযোগী জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ অতি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্ব-অর্থায়নে প্রতিষ্ঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সকল জেলা ও উপজেলায় ব্যপকহারে বেসিক ট্রেড প্রতিষ্ঠান দক্ষ জাতি গঠনে ভূমিকা রাখছে।
প্রায় ১৬কোটি মানুষের এই দেশের অন্যতম সম্পদ হ’ল মানব সম্পদ। মানব সম্পদ উন্নয়নের অপরিহার্য উপাদান কারিগরি প্রশিক্ষণ। আমাদের দেশে কারিগরি প্রশিক্ষণে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি অদ্যাবধি কাঙ্খিত মানের মানব সম্পদ গঠন করতে হবে। আর্থসামাজিক উন্নয়নে বিদেশে কর্মরত শ্রমিকের অবদান অপরিসীম। কিন্তু প্রবাসে কর্মরত প্রবাসীদের অর্ধেকেরও বেশি অদক্ষ। এমনটি প্রেক্ষাপটে ২০০৭ সালের জানুয়ারী মাসে শুরু হয় আকাবা কম্পিউটার একাডেমী পথচলা। প্রতিষ্ঠানটি ২০০৯সালে বাকাশিবো অনুমোদন পাওয়ার পর থেকে এ যাবৎ দেশে শতাধিক শিক্ষক তৈরি করে। বিদেশে কাজ করছে প্রায় ২ সহস্রাধিক কর্মঠ জনশক্তি।